সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

ঈদের দিন সেমাই খেয়ে নারী, শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন চাঁদপুরে। এদের মধ্যে পাঁচজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর অসুস্থ আরো তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালে চাঁদপুর শহরের পুরান বাজারের মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটেছে। অসুস্থরা হলো- শিশু আব্রাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩৫)।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, ঈদের দিন সকালে নামাজের পর রান্না করা সেমাই খেয়ে আটজন অসুস্থ হয়ে পড়ে। এতে তারা সবাই প্রায় অচেতন। স্থানীয় বাসিন্দা বাসুসহ আরো কয়েকজন জানান, সেমাই খাওয়ার পরই একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার জানান, অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে রান্না করা সেমাইয়ে বিষক্রিয়া ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। এই বিষয়ে অসুস্থদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। এমনটা জানান হাসপাতালের জরুরি বিভাগের এই চিকিৎসক।

মন্তব্যসমূহ (০)


Lost Password