ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুরে আরও ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুরে আরও ৭ জন গ্রেফতার

হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও সাত হেফাজতকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ২৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছউদ্দিন বলেন, বুধবার রাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে নতুন করে আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৪টি
মামলা রুজু হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password