চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

আজ (১৭ জুলাই, শনিবার) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনের বিবৃতিটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ

 সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬-০৭-২০২০ ইং রাত ২৩:৪০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন ধুপকুলস্থ ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি স্টিলের টিপ ছুরি, ০২টি স্টিলের চাপাতি, ০১টি স্টিলের রাবারের বাটযুক্ত আরইফ্রেম, ০২টি স্টিলের লোহার পাইপ রাইচ, ০১টি স্ক্রু ড্রাইভার সহ মোঃ নাসির উদ্দিন (৪৫), মোঃ লিটন (২৮), মোঃ আলাউদ্দিন (৩৯), মোঃ ইয়াসিন প্রঃ সোহেল (৩৪), নূর আলম ওরফে সুমন (৩৮) ও আলী আহাম্মদ (৩৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর এলাকার ডাকাত দলের সদস্যদের সাথে সমবেত হয়ে বিভিন্ন মহাসড়কে ও বাসা বাড়ীতে ডাকাতি সংঘটন করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আজ (১৭ জুলাই, শনিবার) পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password