রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুনে ভবনটির তৃতীয় তলার দক্ষিণ পাশের প্রায় ৬০ শতাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মার্কেটের ভেতরে এখনো প্রচুর ধোঁয়া থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
তিনি বলেন, নিউ সুপার মার্কেট (দ.) ভবনে ১২৭৫টি দোকান রয়েছে। এর মধ্যে তিন তলায় রয়েছে ৪২৫টি দোকান। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত্র হয়েছে ভবনটির দক্ষিণ পাশে। তাই এই পাশে ক্ষতির পরিমাণও বেশি।
উল্লেখ্য, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন