নওগাঁর মহাদেবপুরে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে গ্ৰেফতার ৬

নওগাঁর মহাদেবপুরে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে গ্ৰেফতার ৬

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্ৰেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার ৯ আগস্ট রাতে উপজেলার মাতাজীহাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বুধবার ১০ আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫। গ্রেফতাররা হলেন— উপজেলার রাইগাঁ গ্ৰামের অমল মহন্তেল ছেলে উজ্জ্বল মহন্ত (২৪), একই গ্ৰামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন (২৬), কুসুমশহর গ্ৰামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (৩২), হরিপুর গ্ৰামের লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০) ও খিরশিন গ্ৰামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা ও কোম্পানি উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে রাতে মাতাজীহাটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্ৰেফতার করা হয়।

 গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সিপিইউ ৬টি, হার্ড ডিস্ক ৯টি, মনিটর ৬টি, মাউস ৬টি, বিভিন্ন ক্যাবল ৬টি, কী-বোর্ড ৬টি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password