বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

আনন্দের রথযাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বগুড়ায় রথযাত্রার সময় সঞ্চালন লাইনের সংযোগে বিদ্যুৎতায়িত হয়ে ৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে অলোক, আতসী, নরেশ এবং রঞ্জিতার নাম জানা গেলেও নিহত এক নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি।

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে তিন নারীসহ পাঁচজনের মৃত্য হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। আজ রবিবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়া শহরের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৪ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ও এক জন মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

এদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, অতশী, অলক, নরেশ ও রনজিতা। অপর একজনের নাম পাওয়া যায়নি। জানা যায়, বিকেলে সেউজগাড়ি ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর আসনের এমপি রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৫টার দিকে রথযাত্রার উদ্বোধনের পর দড়ি টেনে ভক্তরা রওনা হন। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় বিদ্যুতের তারের সাথে রথের মাথা লেগে আগুন ধরে যায়। এ সময় রথের উপরে থাকা অনেকে ছিটকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রার উদ্বোধন পরপরই সেউজগাড়ি আমতলা মোড়ে রথের মাথার সাথে বিদ্যুতের তার লেগে আগুন লেগে যায়।

এ সময় রথের উপরে থাকা কয়েকজন লাফিয়ে নিচে পড়ে যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, হাসপাতালে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী রয়েছেন। স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আশিক জানান, রথযাত্রায় বিদ্যুস্পৃষ্টে ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password