নওগাঁর পত্নীতলায় ৫শ দুস্থ ও গরীব মানুষ পেল বিজিবির ইফতার

নওগাঁর পত্নীতলায় ৫শ দুস্থ ও গরীব মানুষ পেল বিজিবির ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর পত্নীতলা ব্যাটেলিয়ন (১৪ বিজিবি) ৫শ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।

রোববার ( ১৬ এপ্রিল ) বিকাল ৪ টার সময় পত্নীতলায় নজিপুর সরকারী কলেজ মাঠে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়েছে ।

এ সময় স্থানীয় অসহায় বৃদ্ধ ও দুস্থ মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান বিপিএম (বার) পিএসসি এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটেলিয়ন ১৪বিজিবি অধিনায়ক লে: কর্নেল হামিদ উদ্দিন, পিএসসি এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার বিতরণ শেষে ব্যাটালিয়ন ১৪ বিজিবির পত্নীতলা কর্নেল আনোয়ার লতিফ খান জানান, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশ দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পত্নীতলা ১৪ বিজিবি ৫০০জন অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়।

তিনি আরো বলেন সংস্থাটির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় পুরো রমজান মাসজুড়ে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও এ কার্যক্রম চলবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password