রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। বংশাল থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তাদের রিমান্ড আবেদন করা হয়। সিএমএম আদালতে বংশাল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আশ্রাফ এসব তথ্য জানান।
বংশাল থানায় করা দুই মামলায় রিমান্ডে পাঠানো পাঁচ আসামি হলেন-শওকত হোসেন, ইদ্রিস, খলিল, জাহাঙ্গীর ও আল-আমিন। এছাড়া দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন-বেলায়েত হোসেন ও জসিম।
শুক্রবার বংশাল থানায় পুলিশ ও ফায়ার সার্ভিসের করা পৃথক দু’মামলায় আসামিদের হাজির করে করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচজনের একদিন করে রিমান্ড ও দু’জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।
ওইদিন বেলা সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিস সদরদপ্তরে উত্তেজিত জনতা ঢিল ছোড়ে এবং নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়। তাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী ও পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার নাম উল্লেখ না করে ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে বংশাল থানার এসআই মো. ইসরাফিল বাদী হয়ে মামলা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন