মসজিদের সংস্কার করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড

মসজিদের সংস্কার করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড

পাবনার সুজানগরে মসজিদের সংস্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই মসজিদে নূর জামে মসজিদের মাটির নিচ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মসজিদের সংস্কারকাজ করতে গিয়ে এদিন নির্মাণ শ্রমিকেরা মাটি কাটতে গেলে তারা হ্যান্ড গ্রেনেডের মতো কয়েকটি বস্তু দেখতে পায়। এ খবর জানাজানি হলে গ্রেনেডগুলো দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী এসব হ্যান্ড গ্রেনেড ফেলে গিয়েছিল।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে  সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password