সি‌লিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৪

সি‌লিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৪

বুধবার ভোর সাড়ে ৫টা। তখনও কুয়াশা কাটেনি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পাথরবোঝাই ট্রাক। দাঁড়ানো পণ্যবোঝাই সেই ট্রাকের দ্রæত বেগে আসা একটি মাইক্রোবাস (নোহা গাড়ি) ধাক্কা দেয়। মাইক্রবাসে সামনের অংশ ঢুকে পড়ে ট্রাকের পেছনে। ধাক্কায় গাড়ীর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। প্রচন্ড আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়ির ছাদসহ ওপরের অংশ উড়ে যায় এবং আগুন ধরে যায় পুরো মাইক্রোবাসে।

সিলিন্ডার বিস্ফোরণের গাড়ির ছাদসহ ওপরের অংশ উড়ে ৩শ ফুট দূরে একটি কলোনির সামনে দাঁড়িয়ে থাকা ৮ বছরের শিশুর শরীরে আঘাত করে। পরে অতিরিক্ত রক্তপাতের কারণে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

বুধবার ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা গেলেও এ ঘটনায় মোট ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে আট বছরের এক শিশু রয়েছে।

নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রবাস চালক সুনাম আহমদ (২৬), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৮)। এদিকে,  এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানা, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২৫২৪৭) কে নোহা গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে সাথে সাথে সিলিন্ডার বিস্ফোরণ হয়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আলাউদ্দিন মনির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনজন মারা যায়। ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে  ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password