৩ ট্রাফিক পুলিশকে মারধর

৩ ট্রাফিক পুলিশকে মারধর
MostPlay

জয়পুরহাটে লকডাউনে দায়িত্ব পালনের সময় তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানিয়েছেন।

আটকরা হলেন- জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়ার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেব পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগরের সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও  গুলশান মোড়ের শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।

ওসি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিআইডিসি মোড়ে পুলিশের চেক পোস্টের সামনের রাস্তা দিয়ে সান্টু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তার মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেক পোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সেন্টুর গতিরোধ করে। এ সময় তাকে মোটর সাইকেলের কাগজপত্র দেখাতে বলা হলে সেন্টুসহ স্থানীয় কয়েকজন যুবক তিন ট্রাফিক পুলিশকে মারধর করে।

পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ব্যারাকে আনা হয়েছে বলে জানান ওসি আলমগীর। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password