সায়েন্স ল্যাবের বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

সায়েন্স ল্যাবের বিস্ফোরণে ৩ জনের মৃত্যু
MostPlay

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নাম শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। নিহতের বিষয়টি ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া নিশ্চিত করেছেন।

এছাড়া, এই দুর্ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- নূরনবী (২৩),আকবর আলী (৫২), আশরাফুজ্জামান(৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জুহুর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন।

তিনি বলেন, সাইন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয় জন আমাদের এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এখনও কার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন।

তারা হলেন- জাকির হোসেন জুয়েল ( ৩৫), মেহেদী হাসান (২৫), অজ্ঞাত ব্যক্তি (৪০), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫), কামাল(৪০)। জানা গেছে, রোববার (৫ মার্চ) সকাল পৌনে এগারোটায় সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের তিনতলায় একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিসে ঘটেছে এই দুর্ঘটনা।

ফায়ার সার্ভিসের নেতৃত্বে এখন সেখানে উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুল বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password