ভারতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসে বোমা হামলায় নিহত ৩

ভারতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসে বোমা হামলায় নিহত ৩
MostPlay

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নকশাল দমনে অভিযান চলাকালে আইইডি বিস্ফোরণ ঘটেছে। এসময় ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে। মোট ২৭ জন সদস্য নিয়ে ওই বাসটি ছত্তিশগড়ের গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ২৭ জন সদস্যকে নিয়ে বাসটি যাচ্ছিল। তখনই শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায় নকশালরা। নিরাপত্তা বাহিনীর ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয় ১০ জন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনীর ওই সদস্যের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

নারায়ণপুরের পুলিশ সুপার মোহিত গর্গ বলেছেন, রাস্তা থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে আইইডি রাখা হয়েছিল। পুরো পরিকল্পনা করেই বিস্ফোরণের ঘটানো হয়।

এর আগে গত ৫ মার্চ একই জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এ ঘটনায় তখন নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password