বগুড়া সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক কারবারি আটক

বগুড়া সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক কারবারি আটক
MostPlay

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক কারবারির অপরাধে তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও১জন মাদক কারবারিকে ৫শত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা এসব অপরাধীদের গ্রেপ্তার করে। আদমদীঘি সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিষ্ট্রেট মাহাবুবা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৌর শহরের হার্ভে মোড়, আম বাগান ও হলুদঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় পৌর শহরের কলসা হলুদ ঘর এলাকার মতিউর রহমানের ছেলে মিলন হোসেন (৩০),সাঁতাহার কলসা রথবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আশফাকুল ইসলাম পাভেল(৩০)ও আম বাগান এলাকার সোলেমান শেখের ছেলে মতিয়ার শেখকে(২৮)গ্রেফতার করা হয়। এদের মধ্যে মতিয়ার শেখকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড, আশফাকুল ইসলাম পাভেলকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা অর্থদন্ড ও মিলন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের ওই দিন বিকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password