নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে ৩ জন মাদক সেবীকে ৫ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৯ মে) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার চককুতুব গ্রামের মৃত আব্দুল গফুর শেখ এর ছেলে আজানুল (৫০), মৃত গিয়াস শেখ এর ছেলে সুলতান শেখ (৪৮) ও শাহিন (৪৫)।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, সোমবার সকালে ঐ ৩ জন ব্যক্তি চককুতুব গ্রামের একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবন করা অবস্থায় তাদের ৩ জনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে ঐ ৩ জন মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৩ জনকে ৫০০ টাকা করে জরিমানা- অনাদায়ে অতিরিক্ত ৫ দিনের কারাদন্ড আদেশ প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর এসআই আবদুল্লা বাকী বলেন, কারাদন্ডপ্রাপ্ত ৩ জন মাদক সেবীকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন