নওগাঁর পত্নীতলায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নওগাঁর পত্নীতলায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৪ ও ১৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেন্সিডিল, নেশাজাতীয় সিরাপ ও ইনজেকশন, গাঁজা, নিষিদ্ধ ট্যাবলেট, ইয়াবা, হিরোইন ও পাতার বিড়িসহ অন্যান্য। প্রধান অতিথি হিসেবে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন উত্তর-পশ্চিম রিজিয়নের রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হকসহ সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

গত তিন বছরে মাদকগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি কর্তৃক উদ্ধার করা ছয়টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password