বিধিনিষেধের মধ্যে বের হওয়ায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা।

বিধিনিষেধের মধ্যে বের হওয়ায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের তৃতীয়দিনে নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হওয়ায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মানুষকে অপ্রয়োজনে বাসার বাইরে বের হতে নিরুৎসাহিত করতে ঢাকার প্রায় সব পয়েন্টেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বহী ম্যাজিস্ট্রেট। সারাদিনে মোট জরিমানা করার তথ্য জেলা প্রশাসন থেকে দিন শেষে জানানো হয়। যাত্রাবাড়ীতে অবস্থানরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছি। যাত্রাবাড়ীতে বিধিনিষেধ অমান্য করে বাইরে আসায় আমরা মোট ২৫ জনকে জরিমানা করেছি।’

হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়। শুধুমাত্র।জরূরী সেবা ও পন্যবাহী যানবাহন ছাড়া সকল গনপরিবহন ও সরকারী-বেসরকারী অফিস ও আদালত বন্ধ থাকবে বলে।উল্লেখ আছে প্রজ্ঞাপনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password