পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

রাজশাহীর বাঘায় এক সপ্তাহের ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে পথচারী শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। বাঘা মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, শিশু জীম খাতুন ১ জানুয়ারি স্কুল থেকে বই নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি কালো রঙের পাগলা কুকুর পেছন দিক থেকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে।

এদিকে বাঘায় বেড়াতে আসা পাবনার ঈশ্বরদীর হাসান আলীর ছেলে রোহান আলী নামের এক যুবক বাঘা শাহী মসজিদে জুমার নামাজ আদায় করে মাজারের চারপাশ দেখছিল। এ সময় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।এ বিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তবে ঘটনা জানার পর ওই পাগলা কুকুরকে এলাকাবাসী মেরে ফেলেছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতারুজজামান বলেন, কুকুরের কামড়ে আহত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্ক আক্রান্ত হয়ে পড়ে।উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, ভ্যাকসিনের বিষয়ে যেন কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেব। এছাড়া শুনেছি পাগলা কুকুরটা মেরে ফেলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password