একসঙ্গে করোনা আক্রান্ত ২২৯ জন শিক্ষক-শিক্ষার্থী

একসঙ্গে করোনা আক্রান্ত ২২৯ জন শিক্ষক-শিক্ষার্থী

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে একটি স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২৫ জন ছাত্র এবং চারজন শিক্ষক রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ওয়াসিম জেলার ওই হোস্টেলে গত সপ্তাহে ২৬ ছাত্রকে করোনা পজিটিভ অবস্থায় পাওয়া যায়। তারপর সকল শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হয়। আক্রান্ত শিক্ষার্থীদের বেশিরভাগ অমরাবতী থেকে এসেছেন। ওই হোস্টেলকে এরইমধ্যে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৮০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া একই সময়ে মারা যান ৮০ জন। এখন পর্যন্ত এই রাজ্যে মোট ২১ লাখ ২১ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password