সোর্সিং করা হয়েছে ২১ কোটি কোভিড টিকা

সোর্সিং করা হয়েছে ২১ কোটি কোভিড টিকা

ভারত থেকে টিকা না পাওয়ার অনিশ্চয়তার পর প্রায় ২১ কোটি কোভিড টিকা সোর্সিং করতে পেরেছে বাংলাদেশ। একই সাথে কোভ্যাক্সের বাইরেও জাপান,অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকেও টিকা আনার জন্য প্রবাসী,বাংলাদেশ সরকার,গনমান্য ব্যক্তিবর্গরা অবদান রেখে চলছেন। জনসংখ্যার হিসেবে ২০২২ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এসব টিকা দেশে পৌছাতে থাকবে। অর্থাৎ দেশের প্রায় সকল নাগরিক+প্রবাসীদের জন্যই নিকট ভবিষ্যতে যথাক্রমে ২ টি ডোজ+১ টি করে ডোজের টিকার সংস্থান করা সম্ভব হবে।

সে হিসেবে বর্তমানে দেশে আসতে যাওয়া(চলতি)টিকার সংখ্যা নিম্নরূপঃ

সিনোফার্ম টিকা:৩ কোটি ডোজ

কোভ্যাক্স প্রদক্ত(মর্ডানা ও ফাইজার অন্তর্ভুক্ত):৭ কোটি ডোজ

এস্ট্রোজেনকা টিকা:৩ কোটি ডোজ

স্পুটনিক ৫ টিকা:১ কোটি ডোজ

জনসন এন্ড জনসন টিকা:৭ কোটি ডোজ

সবমিলিয়ে ২১ কোটি টিকার উল্লেখযোগ্য অংশ উপহার এবং কূটনৈতিক সাফল্যের অংশ। অন্য দিকে ভারত হতে নভেম্বর ডিসেম্বরে আরো ২ কোটি টিকা আসতে পারে যার ফলে টিকার মজুদ দাঁড়াবে ২৩ কোটি ডোজ। যদিও ততোদিনে ভারতীয় টিকার প্রয়োজনীয়তা থাকবে কিনা তা সময়ই বলে দেবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password