রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে র্যাব-২ এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে।
দ্রুত সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় তারা। এর প্রেক্ষিতেই আজ সকালে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, র্যাব-২ এর একটি দল র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের পরিচালনায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ২০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন