২ লাখের বেশি মানুষকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে

২ লাখের বেশি মানুষকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে
MostPlay

ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর ও মানবিক করিডর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর পরপরই বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেন এবং এর দুটি রুশ সমর্থিত বিদ্রোহী অঞ্চল থেকে প্রায় ২ লাখ ২২ হাজার মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এই সংবাদ দিয়েছে তাস নিউজ।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী শহর ইরপিন থেকেও আজ বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেস্কি কুলেবা জানান, শহর ছেড়েছে ১৫০ জনের বেশি বেসামরিক মানুষ। শহরটি থেকে বড় পরিসরে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে যে, শুক্রবারের রুশ বিমান হামলায় ডিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) বলছে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে, শহরে তিনটি বিমান হামলা হয়েছে। এর মধ্যে একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবনকে আঘাত করেছে।' এ ছাড়া একটি বিমান হামলায় একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে বলে জানিয়েছে এসইএস।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password