মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,নিহত ১

মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,নিহত ১

মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে আধিপত‍্য বিস্তার ও মাদক ব্যবসা কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে সানু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর, বুধবার সকাল আটটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছেন, সানু মিয়া পেশায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক ছিলেন। নিহতের বাসা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। তার পিতা মো. সোহেল হোসেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন সানু।

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার চাচাতো ভাই মো. সজিব খান জানান, সকালের দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আমার চাচতো ভাই সানু গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল জরির বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত এলাকার সবাই তাদেরকে চেনেন। তারা হলেন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, রানা, টুটুল, ও বাবুল সহ ৪০-৫০ জন ছিল। তারা এই গোলাগুলিতে অংশগ্রহণ করেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password