করোনায় আবারও ১৭ জনের প্রাণ গেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে

করোনায় আবারও ১৭ জনের প্রাণ গেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
MostPlay
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। উক্ত মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৫ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়ার ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়ার ১ জন করে। তাঁদের মধ্যে ৫ জন করোনায় মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা এই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রামেক হাসপাতাল কতৃপক্ষ।

করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে পাবনার ২ জন, রাজশাহী, নাটোর ও বগুড়ার ১ জন করে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, ‘গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩২ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪১৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, সন্দেহভাজন ১৭২ জন ও নেগেটিভ ৫১ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪০৩ জন’।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ’।

মন্তব্যসমূহ (০)


Lost Password