মালয়েশিয়ায় একটি বিলাসবহুল ভবনে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের জালান মুন্সি আবদুল্লাহর একটি বিলাসবহুল ভবন থেকে এসব অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেছেন, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নজরদারি এবং জনসাধারণের অভিযোগের পর এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের ২০ থেকে ৭০ বছর বয়সি ১৩০ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছে।
অতিরিক্ত অবস্থান এবং ভ্রমণের কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে। তবে এ অভিযানে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন আরও বলেন, বৃহস্পতিবার রাতের অভিযানে পুত্রজায়া, মেলাকা, নেগেরি সেম্বিলান, কুয়ালালামপুর এবং কেএলআইএ থেকে ৩৩৮ জন অভিবাসনকর্মীর সমন্বয়ে মোট ৩ হাজার ১৬ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, এমন ১৩৬ জনকে আটক করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন