নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁয় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (০৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানান নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মলিন মিয়া। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) দিনব্যাপী নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটা মালিকদের অর্থদণ্ডের এ রায় দেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। এ সময় সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মণ্ডল ব্রিকসকে ২ লাখ, মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লাখ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা মিলিয়ে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password