‘নবাব এলএলবি’ পাইরেসি, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

‘নবাব এলএলবি’ পাইরেসি, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

বিজয় দিবসে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘নবাব এলএলবি’। অনলাইনে আই থিয়েটার অ্যাপে মুক্তি দেওয়া হয় ছবিটি। মুক্তির পর ছবিটি পাইরেসির কবলে পড়ে। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে ছবিটি। 

পাইরেসির কবলে পড়ায় রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেছেন ছবির পরিচালক অনন্য মামুন। এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। 

অনন্য মামুন বলেন, “দেশের ইতিহাসে প্রথমবার অ্যাপে সিনেমা মুক্তি দিয়েছি। ভেবেছিলাম ছবিটি পাইরেসি হবে না। কিন্তু পাইরেসি হয়ে গেল। চলচ্চিত্রশিল্পকে যারা ধ্বংস করতে চায়, তারাই এসব করছে। শনিবার জিডি করেছি। আজ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানালাম। তারা কাজ শুরু করেছেন।”

এদিকে ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, “আমরা আই থিয়েটারের পক্ষে লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইন্টারনেটে যেকোনো মাধ্যমে প্রকাশ করা কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। এটা নিয়ে পুলিশ সতেচন। আমরা এটা নিয়ে কাজ করছি। যারা এই কাজটা (পাইরেসি) করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন পর্যন্ত পাঁচ-ছয়টি লিংক পেয়েছি, এটা নিয়ে কাজ শুরু করেছি।”

ধর্ষণের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘নবাব এলএলবি’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহী। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন অর্চিতা স্পর্শিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password