রোহিঙ্গা ক্যাম্প ঘিরে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া

রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়াতে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার। বসানো হচ্ছে সিসি ক্যামেরা। শনিবার দুপুরে কোস্টগার্ডের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রোহিঙ্গাদের নজরদারিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সকল বাহিনী কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য তারা যেনো শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়।

 

রোহিঙ্গাদের ফেরার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি, তারা রোহিঙ্গাদের ফেরত নেবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password