দেশে একদিনে করোনায় প্রায় ৭ হাজার আক্রান্ত, মৃত্যু ৫০

দেশে একদিনে করোনায় প্রায় ৭ হাজার আক্রান্ত, মৃত্যু ৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৫৯ জনের।

এছাড়াও নতুন করে আরও ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা কিনা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৪৬৯ জন।শুক্রবার (২ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password