টাঙ্গাইলে করোনাভাইরাস কাণ্ড

টাঙ্গাইলে করোনাভাইরাস কাণ্ড

টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুরফেরত আব্বাস আলী (৪০) নামের এক প্রবাসীর শরীরে করোনাভাইরাস অস্তিত্ব রয়েছে- এমন সন্দেহে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই সন্দেহের কারণে এলাকার কোনও লোক তার ধারে-কাছে ঘেঁষছে না। এ ঘটনায় বেশ বিপাকে পড়েছেন তিনি।

পরে আজ রোববার দুপুরে এলাকাবাসীর সন্দেহের কারণে তার শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা তা যাচাই করতে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। তবে, সেখানকার চিকিৎসকরা তার শরীরে করোনাভাইরাসের কোনও নমুনা দেখতে পাননি। এরপরও প্রবাসী সন্দেহের কারণে তাকে ঢাকায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা।

আব্বাস আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেউলী মধ্যপাড়া গ্রামের শামছুল হকের ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, ‘তার শরীরে করোনাভাইরাসের কোনও নমুনা পাওয়া যায়নি। তার শরীরে জ্বর বা ঠাণ্ডার কোনও লক্ষণ নেই। এরপরও যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন এবং লোকজন তাকে সন্দেহ করছে, তাই তাকে ঢাকায় গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সিঙ্গাপুরফেরত ওই প্রবাসী বলেন, ‘আমি গত ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে আসার সময় বিমানবন্দরে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। সেখানে আমার শরীরে করোনাভাইরাসে আক্রান্তের কোনও নমুনা পাওয়া যায়নি। কিন্তু বাড়ি আসার পর এলাকার লোকজন আমাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। আমার কাছেও কেউ আসছে না। তাই একপ্রকার বাধ্য হয়েই চিকিৎসকদের পরামর্শ নিতে এসেছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password