জাতিসংঘ মহাসচিব ভারতের ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে

জাতিসংঘ মহাসচিব ভারতের ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে

 ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএসএস) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন পাসের মাধ্যমে ২০ লাখ লোকের রাষ্ট্রহীনতা ঝুঁকিতে রয়েছে যাদের মধ্যে অধিকাংশই মুসলিম।পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান্তেনিও গুতেরেস নিজের উদ্বেগ কথা জানিয়েছেন।

ভারতে সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান বৈষম্য সম্পর্কে ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন ছিলেন কি-না জানতে চাইলে তিনি অবাক হয়ে বলেন, অবশ্যই! এটি প্রাসঙ্গিক যে, যখনই জাতীয়তার আইন পরিবর্তন করা হয়, রাষ্ট্রহীনতা এড়াতে এবং বিশ্বের প্রতিটি নাগরিক যে কোনো একটি দেশের নাগরিক হয় তা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

ডন নিউজকে একান্ত সাক্ষাৎকারে জাতিসংঘের প্রধানকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নয়াদিল্লিতে প্রকাশিত কাশ্মীর নিয়ে সাম্প্রতিক ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্যাতন, যৌন নির্যাতন ও সাত বছরের কম বয়সী শিশুদের কারাবন্দি করে রাখা।

তিনি বলেন, জাতিসংঘের হাইকমিশনারের দুটিসহ এ সব প্রতিবেদনে কাশ্মীরে ‘ঠিক কী ঘটছে’ তা পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ‘এ প্রতিবেদনগুলো গুরুত্ব সহকারে নেয়া উচিত’।

মন্তব্যসমূহ (০)


Lost Password