চলন্ত ট্রাকে আগুন, হেলপার আহত

চলন্ত ট্রাকে আগুন, হেলপার আহত

টাঙ্গাইলের কালিহাতীতে খড় (গরুর খাদ্য) ভর্তি একটি চলন্ত ট্রাকে আগুন ধরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার লিটন মিয়া গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পালিমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিটন মিয়া বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালিহাতী ফায়ার স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, খড় ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ত- ১৩-১১৩৮) কালিহাতী থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে পালিমা বাজারে ইলেকট্রিক তার থেকে ট্রাকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য ট্রাক চালক গাড়িটি পাশের খাদে ফেলে দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password