ঘুর্নিঝড় আম্পানে শেষ আশ্রয় হারাতে চলেছে ভ্যান চালক মুস্তাক মোড়ল

ঘুর্নিঝড় আম্পানে শেষ আশ্রয় হারাতে চলেছে ভ্যান চালক  মুস্তাক মোড়ল

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- যশোরের  মনিরামপুর উপজেলায় ১৩নং খানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মাসনা  গ্রামে দরিদ্র ভ্যান চালক মুস্তাক মোড়ল হারাতে বসেছে তার শেষ আশ্রয় ঘরটি। ঘুর্নিঝড় আম্পানে তার ঘরের ক্ষতি সাধন হয়েছে এবং বর্তমানে বসবাসের উপযোগী নেই। মুস্তাক মোড়ল একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালিয়ে যা আয় করেন তাই দিয়ে তিনি কোনো রকম জীবন যাপন করছিলেন। হঠাৎ ঘুর্নিঝড় আম্পানর তার এই ক্ষতি সাধন হয়েছে। তিনি বর্তমানে মাথা গোঁজার ঠাই হারাতে চলেছেন।
মুস্তাক মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।

তিনি  বলেন একদিকে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি হয়ে আছি দুবেলা দুমুঠো খাবার জোটেনা। তাই ঘর মেরামতের সামর্থ্য নাই। পরিবারের সবাইকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।

তিনি যে ঘরটিতে এখন বসবাস করছেন কখন ভেঙ্গে পরবে সেটা নিয়েই দুশ্চিন্তার শেষ নাই। মুস্তাক আরো বলেন আমি  অনেকের  কাছে সাহায্য সহায়তা চেয়েছিলাম। কিন্তু কেউ দেয়নি। এখন তার পক্ষে ঘরটি মেরামত করাও সম্ভব হচ্ছে না। তাই তিনি  সরকারেরর উদ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চেয়ে আকুল আবেদন করেছেন। এই ব্যাপারে প্রতিবেশিরা বলেছেন কেউ এই বিপদের দিনে এগিয়ে আসেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password