২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭২৬ জন।

বুধবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
 ২৩ ও ২৪ মার্চ সংগৃহীত নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ১৪৩ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।এর মধ্যে  কিশোরগঞ্জ সদর উপজেলায় ০৩ জন, ভৈরব উপজেলায় ৪ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, বাজিতপুর ২জন ও অষ্টগ্রামে ১ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৭২৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বুধবার (২৪ মার্চ) গত ২৪ ঘন্টায় ৫ জনসহ জেলায় মোট ৩৫৪৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে জেলার ১০৩জন ও  ১০ জন নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ৩ জন কোভিট-১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন। পাশাপাশি জেলায় ১০৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password