ইসরাইলি যুদ্ধমন্ত্রী ফিলিস্তিনিদের সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না

ইসরাইলি যুদ্ধমন্ত্রী ফিলিস্তিনিদের সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে ইসরাইল আর কোনো সংঘাতে জড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত।তিনি বলেছেন, তারা সেনাদেরকে আর ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ের মতো নারকীয় পরিস্থিতিতে ফেলতে চান না। ৫১ দিনের যুদ্ধের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

২০১৪ সালের ৫১ দিনের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র-বৃষ্টির কারণে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরাইল। এরপর ইসরাইলি সামরিক বিশেষজ্ঞরা প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি ও সক্ষমতার কথা স্বীকার করেছে।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, তারা লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধ এড়ানোর বিষয়েও আন্তরিক।

২০০৬ সালে ইসরাইলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় দখলদারেরা। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password