আমার দুই সন্তানও রয়েছে,হ্যাঁ আমি বিবাহিত

আমার দুই সন্তানও রয়েছে,হ্যাঁ আমি বিবাহিত

৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর এক ঘরোয়া পরিবেশে শুভকাজটি সেরে ফেলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। প্রেম আর সংসারজীবন মিলিয়ে চিত্রনায়ক সাইমনের কেটে গেছে ১৫ বছর।এখন দুই সন্তানের বাবা তিনি। বড় সন্তান স্কুলে পড়ে। আর ছোটটার বয়স ৫ মাস। নায়ক সাইমন আর বাবা পরিচয়টাকে গোপন রাখতে না পেরে অবশেষে শনিবার দুপুরে স্ত্রী ও সন্তানের ছবিসহ নিজের ফেসবুকে পোস্ট করেন।

সাইমনের স্ত্রীর নাম দীপা সাদিক। ঢাকার মেয়ে দীপার সঙ্গে প্রেমের পর যখন বোনের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সেরে নেন, তত দিনে দেশের প্রেক্ষাগৃহে সাইমনের একাধিক ছবি মুক্তি পেয়ে গেছে। তাই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের পরামর্শে বিয়ের খবরটি চেপে যান সাইমন। দিনে দিনে সময় অনেকটা কেটে গেছে। তাই আর চেপে থাকতে চাইলেন না।

ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, বাবা-মা পৃথিবীর সবচেয়ে অমূল্য রতন। যা কিনা অনেকের মতো আমিও ভাষায় প্রকাশ করতে পারি না! আমার আব্বুকে কখনো বলিনি তুমি আমাদের কতো বড় শক্তি, ছায়া, ভালোবাসা, আরো কতো কি যে আমরা উপলব্ধি করি, তুমি আছো বলে। কোনো দিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার বড় ধন, আমার জীবন, আমার সন্তান, সাদিক মো. সাইয়্যান (৪ বছর ৪ মাস) আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহূর্ত। আমার টুকটুকের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যায়।

এতোদিন সন্তানকে প্রকাশ্যকে না আনার জন্যও ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পোড়ামন খ্যাত এই চিত্রনায়ক। তিনি বলেন, আমাকে ক্ষমা করবেন ওকে এতো দিন পর আপনাদের সামনে আনার জন্য।এ বিষয়ে জানতে সাইমন সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফেসবুক স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার দুই পুত্র সন্তানও আছে।

দীর্ঘ ৯ বছর প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালে ঢাকার মেয়ে দীপাকে বিয়ে করেন সাইমন। সাইমন-দীপা দম্পতির রয়েছে দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করেছেন। আর ছোট ছেলের নাম সাদিক মো. সাইয়্যার। তার বয়স পাঁচ মাস।

সাইমন সাদিক বলেন, আমার বিয়ের বিষয়টা অনেকেই জানতো না, শুধু কাছের কয়েকজন ছাড়া। ভালোবেসে বিয়ে করেছি। দীপার সঙ্গে আমার প্রেম ছিল নয় বছরের। দুজন দুজনকে খুব ভালবাসি আর সেই ভালবাসাকে পূর্ণতা দিতেই আমরা বিয়ে করি। কিন্তু এই বিষয়টা এতদিন প্রকাশ্যে আনিনি। আজ ছেলের আনন্দে বিষয়টি সবার সামনে নিয়ে এসেছি।

ছেলেকে নিয়ে তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মত না। আমার কাছে আমার ছেলেই সবকিছু। আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। আজকে আমার বড় ছেলে তার জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। এটা আমার জন্য অতি আনন্দের। আর তাই আজকে এই খুশিতে আত্নহারা হয়ে ছেলের ছবি প্রকাশ করি।

২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে সাইমনের। ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে বিপুল পরিচিতি পান এ নায়ক। এরপর ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘তোমার কাছে ঋণী’, ‘স্বপ্নছোঁয়া’, ‘তুই শুধু আমার’, ‘ভুলতে পারি না তারে’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ব্ল্যাক মানি’, ‘চুপি চুপি প্রেম’, ‘মাটির পরী’, ‘পুড়ে যায় মন’, ‘অজান্তে ভালোবাসা’, ‘জান্নাত’সহ অসংখ্য সিনেমায় কাজ করেছেন সাইমন।

‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালের শ্রেষ্ঠ নায়ক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে এই নায়ক কাজ করছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password