মানুষকে বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

মানুষকে বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী
MostPlay

করোনা মহামারি থেকে মানুষকে বাঁচাতে পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি। সেখানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “করোনাভাইরাস এখন মহামারি আকারে দেখা দিয়েছে। আমারও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। এবং সেটা আমরা নেবো।” এ সময় ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি অপরকে সচেতন করার দিকে জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, “আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন। নিজেদের সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অপরও যাবে সুরক্ষিত থাকে সে দিকে বিশেষভাবে দৃষ্টি দিন।”

সারা দেশের সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। জীবন-জীবিকা যেমন চালাতে হবে তেমনি সচেতন থাকার কথা উল্লেখ করেন। এ সময় মাস্ক পরার প্রতি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কাজ শেষে ঘরে ফিরে গরম পানি ভাপ নেওয়ার পরামর্শ দেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password