চট্রগ্রাম বন্দরে নোঙর ছিড়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ

চট্রগ্রাম বন্দরে নোঙর ছিড়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ
MostPlay

চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে একটি ভারতীয় জাহাজের নোঙর ছিড়ে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে এই সংঘর্ষ হয়। তবে এতে কোন জাহাজেরই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক দুই জাহাজের সংঘর্ষ হওয়ার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বন্দরের রিভারমুরিং ১০ নস্বর জেটিতে নোঙরে থাকা সয়াবিন তেল বোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি নোঙর ছিড়ে গিয়ে পাশ্ববর্তী জরিপ জাহাজ মীরসন্ধানীকে ধাক্কা দেয়।

এতে একটি জাহাজ অপরটির সাথে লেগে যায়। পরে বন্দরের ১১ ও ১২ নম্বর টাগবোট ঘটনাস্থলে পৌঁছে জাহাজ দুটিকে আলাদা করে নিরাপদে নোঙর করে। এতে দুই জাহাজের কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজ চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন বন্দরের এ কর্মকর্তা

মন্তব্যসমূহ (০)


Lost Password