আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক!

আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক!
MostPlay

তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান আর্মেনিয়ার একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে অভিযোগ উঠেছে। তবে আর্মেনিয়ার সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে তুরস্ক।আর্মেনিয়ার অভিযোগ, তুর্কি এফ-১৬ তাদের এসইউ-২৫ ভূপাতিত করেছেবিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে। এতে তুরস্ক পার্শ্ববর্তী দেশ আজারবাইজানকে সমর্থন দিচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান আর্মেনিয়ার আকাশ সীমায় প্রবেশ করে দেশটির একটি এসইউ-২৫ ভূপাতিত করে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন।তবে আর্মেনিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তুরস্ক। চলমান সংঘাতে আজারবাইজানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক।প্রসঙ্গত, আর্মেনিয়ায় রয়েছে রাশিয়ার সামরিক ঘাঁটি। তারা অবিলম্বে দুই পক্ষকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার যুক্তি হিসেবে বলা হচ্ছে যে, আজারবাইজান বার বার বলছে, তাদের বিমানবাহিনীতে আমেরিকার তৈরি কোনো এফ-১৬ যুদ্ধবিমান নেই। তবে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান আছে।এদিকে, বিতর্কিত ওই অঞ্চল নিয়ে গত কয়েক দিনের সংঘর্ষে দুই পক্ষের প্রায় শতাধিক সেনাসহ বেসামরিক নাগরিকও হতাহতের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, নাগর্নো-কারাবাখ আজারবাইজানের একটি ছিটমহল ছিল। কিন্তু আর্মেনিয়া ১৯৯৪ সালে সেটি দখল করে নেয়। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password