বাংলাদেশসহ আরও তিন দেশকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ আরও তিন দেশকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা
MostPlay

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দেয়ায় বিভিন্ন দেশে প্রবেশের  নিষেধাজ্ঞা আসছে। বিশেষ করে ভারতের করোনার তীব্র সংক্রমণের ফলে নিষেধাজ্ঞায় পড়েছে বিভিন্ন দেশে প্রবেশের। তাছাড়া পার্শ্বভর্তি দেশ বাংলাদেশেও করোনায় নতুন ঢেউ দেখা দেয়ায় ভিবিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞায় পরেছে বাংলাদেশও।

এবার দেশের করোনার প্রকোপ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে ওমান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ২১ এপ্রিল বুধবার এই ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ কমিটি। করোনার সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানায় দেশটির সর্বোচ্চ কমিটি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গেলো ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

টাইমস অব ওমানের খবর, আসছে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

এই নিষেধাজ্ঞা দেশটির নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে কার্যকর হবে না। অবশ্যই তাদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯২৬ জন। ওমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন আর পরিশর না হয় সে জন্যই তাদের এই পদক্ষেপ নেয়া।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password