এমন ঈদ যেন আর কখনও ফিরে না আসে

এমন ঈদ যেন আর কখনও ফিরে না আসে

ঈদ মানে আনন্দ আর খুশি। কিন্তু এবারে ঈদ-উল-ফিতর উৎযাপন সবার জন্য আনন্দ আর খুশি এনে দিতে পারলো না। অনেক পরিবারের কাছে এই দিনটি কান্না আর হাহাকার জড়িত স্মৃতিময় হয়ে থাকবে আজীবন।

জীবন-জীবিকার তাগিদে তারা এসেছিলেন যান্ত্রিক শহর ঢাকাতে। মাত্র কয়েকটা দিন ঈদের ছুটি পেতেই মায়ার টানে শত বাধা অতিক্রম করে ছুটে চলেছিলেন গ্রামের পথে।

কে জানতো এই তার শেষ যাত্রা হবে? কে জানতো সে বাড়িতে ফিরবে, কিন্তু নির্বাক, নিথর হয়ে? কেউ কি জানতো তার স্বজনেরা ঈদের খুশিকে বাদ দিয়ে কান্নার সাগরে ভেশে যাবে।

দেশের চলোমান করোনা পরিস্থির কারনে লক-ডাউন ঘোষ্ণণা করা হয়। বন্ধ থাকে বাস ও পরিবহণ চলাচল। কিন্তু বাঁধা মানেনি আবেগ ভরা, মায়ায় ভরা মানুষের মন। মায়ার টানে, বাড়ির পানে ছুটেছিলেন তারা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। বাড়ি যাওয়া হলো ঠিকই। কিন্তু লাশ হয়ে।

এমন ঈদ যেন আর কখনও ফিরে না আসে আর কারও জীবনে।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনেঃ

মন্তব্যসমূহ (০)


Lost Password