রেকর্ড গড়লো সালমানের 'রাঁধে'

রেকর্ড গড়লো সালমানের 'রাঁধে'

একদিনে ৪২ লাখ দর্শক জুটিয়ে রেকর্ড গড়লেন সালমান খান। একদিনে একত্রে এতো দর্শক এর আগে দেখেনি কোনও ওটিটি প্ল্যাটফর্ম। সালমানের  'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির দিন বারো লাখ হিট হতেই ক্রাশ করে জি-ফাইভের সার্ভার তখনই বুঝা গিয়েছিলো এমনই কিছু ঘটাবে এই মুভিটি।

তবে ভারতের বাইরে কোভিড পরিস্থিতিতে বেশিরভাগ হল বন্ধ থাকায় আশানুরূপ দর্শক মেলেনি। রেকর্ড গড়লেও এ সিনেমার নির্মাণ খরচ আদৌ উঠবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এটি ভারতের কোনও হলে মুক্তি পায়নি, তার ওপর আবার ওটিটিতে মুক্তির দিনই সিনেমার হাই রেজুলেশন সংস্করণ লিক হয়ে যায়।

হাইব্রিড রিলিজের এ যুগে রাধে বুঝিয়ে দিলো, ভালো কিছু বানিয়ে একটু প্রচার-প্রচারণা চালালে মানুষ ওটিটিতেও হুমড়ি খেয়ে পড়বে। অন্য ওয়েব সিরিজ বা ক্ষুদে নির্মাতাদের জন্য যা একটি ভালো খবর। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড থেকে আয় হয়েছে মোট ৬৫ লাখ রুপি।

তবে এটি ছাড়াও আরেকটি রেকর্ডআছে এই মুভিটির। আইএমডিবির রেটিং সিস্টেম অনুযায়ী ‘রাধে’র রেটিং এখন দশে ২। এর আগে সালমানের ‘দাবাং-৩’ এর রেটিং ছিল ৩। এর  মানে দাড়াঁয় অফিশিয়ালি সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিনেমা এখন ‘রাধে’।

অনেক দর্শকের মাঝেই নানান সমালোচনা ও অভিযোগ রয়েছে এই মুভি নিয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password