কাঁচা আমে ছোট মাছের চচ্চড়ি রেসিপি

কাঁচা আমে ছোট মাছের চচ্চড়ি রেসিপি
MostPlay

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার মাছ রান্নার রেসিপি। এখন চলছে কাঁচা আমের সময়। বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এ সময় আপনি রান্না করে ফেলতে পারেন কাঁচা আমে ছোট মাছের চচ্চড়ি। তাহলে দেখে নিন কাঁচা আমে ছোট মাছের চচ্চড়ি এর রেসিপিটি।

উপকরণ:

মলা মাছ ২৫০ গ্রাম,

কাঁচা আম ২টি (কুচি),

দেশি পেঁয়াজ কুচি ১ কাপ,

কাঁচা মরিচ ৭-৮টি,

লবণ পরিমাণমতো,

জিরা বাটা আধা চা-চামচ,

রসুন বাটা আধা চা-চামচ,

হলুদের গুঁড়া পরিমাণমতো

সরিষার তেল ৪-৫ টেবিল চামচ।

প্রণালী:

মলা মাছ ভালো করে কেটে, ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে রাখুন।কড়াইয়ে পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা মরিচের ফালি, জিরা বাটা, রসুন বাটা ও সরিষার তেল দিয়ে মাখাতে হবে।অল্প পরিমাণ পানি দিয়ে হলুদ ও লবণ মাখানো মাছগুলো আলতো করে বিছিয়ে দিতে হবে।তারপর চুলায় কড়াই চাপিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।মাছ সেদ্ধ হয়ে এলে আমের কুচি দিয়ে ৫ মিনিট ঢেকে রেখে অল্প সরিষার তেল দিয়ে নামিয়ে রাখতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password