প্রখ্যাত সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে রেলওয়ে পোষ্য সোসাইটির শোক

প্রখ্যাত সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে রেলওয়ে পোষ্য সোসাইটির শোক
MostPlay

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “নির্ভীক সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান তাঁর লেখায়, বক্তৃতায়, চিন্তায়-চেতনায় একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষ ছিলেন। প্রগতিশীল চিন্তা, গভীর জ্ঞান ও প্রখর বিশ্লেষণী দক্ষতায় তিনি নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সংবাদ মাধ্যমের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল।”

তিনি বলেন, “৬৯’র গণঅভ্যুত্থানে খন্দকার মুনীরুজ্জামান সাহসী ভূমিকা পালন করেছিলেন। আসামের তেজপুরে সামরিক প্রশিক্ষণ নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।”

মোঃ মনিরুজ্জামান মনির বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে খন্দকার মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password