রূপগঞ্জে নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একজনকে আটক

রূপগঞ্জে নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে  একজনকে আটক
MostPlay

নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি অনুমোদনহীন ভেজাল খাদ্য ও পানীয় সামগ্রী কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১১। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ একজনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউপির কুশাবো টেংরারটেক এলাকার ডিডি ফুডস কারখানায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-১১ এর অতিরিক্ত এসপি জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন কুশাবো টেংরার টেক এলাকার ডিডি ফুডস নামক একটি অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্যসহ নকল খাদ্যপণ্য তৈরি করা হয়।

এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালান তারা। এ সময় নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে  মোঃ আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়।  উক্ত অভিযানে বিপুল পরিমান ভেজাল ও অনুমোদনহীন ডিডি ফ্রুটস ফ্লেভার পুডিং, ডিডি আইস ললি, ডিডি ম্যাংগো জসু, ডিডি ম্যাজিক ফ্রুটস ফ্লেভার, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ম্যাংগো ফ্লেভার কেমিক্যাল, লিকুইড উডিং এজেন্ট, অরেঞ্জ ফ্লেভার এবং সিনোসুইট সুপার ফাইন পাউডার জব্দ করা হয়। তিনি আরো জানান,  গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password