'মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে একমত হতে পারেনি দুই দেশ'

'মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে একমত হতে পারেনি দুই দেশ'
MostPlay

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে দুই দেশ একমত হতে পারেনি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয় দিনের মতো এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ জানান, ছুটিতে এসে দেশে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়া তাদের পর্যায়ক্রমে ফিরিতে নিতে সম্মত হয়েছে।

শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়া কঠিন হবে। তবে করোনা পরস্থিতি স্বাভাবিক হলে শ্রমবাজার চালু হবে। এছাড়া শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password