আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করবে করোনা

আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করবে করোনা
MostPlay

ভারতে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি।  একদিনে এক লাখ সংক্রমণ পার হওয়ার রেকর্ড হয়েছে গত সোমবার।  এসবের জের ধরেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,  আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘‘দেশে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে।

জনসংখ্যার বড় অংশ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’’ প্রথম দফার তুলনায় এ বার সংক্রমণের গতি আরও বেশি বলে জানিয়েছেন চিকিৎসক পাল। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে মহামারির তীব্রতা বাড়ছে। দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। মোটের উপর দেশ জুড়েই এই পরিস্থিতি। স্বাস্থ্য বিষয়ক সদস্য জানিয়েছেন, দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ ঠেকাতে জনসচেতনতার উপরেই নির্ভর করছে কেন্দ্র। তিনি বলেন, ‘‘আগামী ৪ সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট হতে হবে।’’

মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ করোনা-বিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে কভিড চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করা এবং টিকাকরণ কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি। তবে সংক্রমণের এই আবহেও ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলোর তুলনায় কম বলে জানান তিনি। সব মিলিয়ে মুম্বাই-সহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্নাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আনন্দবাজার

মন্তব্যসমূহ (০)


Lost Password