টাঙ্গাইলে ডানের বদলে বাঁ চোখ অপারেশন করলেন চিকিৎসক

টাঙ্গাইলে ডানের বদলে বাঁ চোখ অপারেশন করলেন চিকিৎসক
MostPlay

ডানের পরিবর্তে বাঁ চোখ অপারেশন করলেন চিকিৎসক। টাঙ্গাইলের ভূঞাপুর চক্ষু হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বিষয়টি ধামাচাপা দিতে এরই মধ্যে বিনা পয়সায় রোগীর ডান চোখ অপারেশন করা হয়েছে। দায় এড়াতে প্রতিবেদন দেয়া টেকনিশিয়ানের ভুল বলে দাবি করেছেন চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ মার্চ ভূঞাপুর চক্ষু হাসপাতালে চিকিৎসক দেখান গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের হরিষা গ্রামের সুফিয়া বেগম। পরীক্ষার মাধ্যমে তার ডান চোখে ব্লক নির্ণয় করা হয়। এজন্য চিকিৎসক ডান চোখ অপারেশনের সিদ্ধান্ত দেন। ৬ মার্চ তার ডান চোখের পরিবর্তে বাঁ চোখের অপারেশন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মো. ফারুক হাসান। রোগী আপত্তি জানালেও ডান চোখের পরিবর্তে বাঁ চোখের অপারেশন করেন তিনি। 

স্বজনরা প্রতিবাদ জানালে চিকিৎসক বলেন অপারেশন ভুল নয়। হাসপাতালের ল্যাবের প্রতিবেদনে বাঁ চোখে ব্লক দেখানো হয়েছে। এজন্য বাঁ চোখের অপারেশন করা হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা উত্তেজিত হন। এ অবস্থায় ভুল চিকিৎসার বিষয়টি ধামাচাপা দিতে ১৬ মার্চ বিনা পয়সায় ডান চোখের অপারেশন করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সুফিয়া বেগম বলেন, আমার ডান চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক আমার বাঁ চোখের অপারেশন করেছেন। তিনি ভুল চিকিৎসা করিয়ে ল্যাবের প্রতিবেদনের দোষ দিচ্ছেন। 

সুফিয়া বেগমের ছেলে জজ মিয়া বলেন, ৬ মার্চ মায়ের চোখের অপারেশন করেন চিকিৎসক। পরীক্ষার প্রতিবেদন দেখে চিকিৎসক জানালেন ডান চোখে ব্লক আছে। অপারেশন শেষে দেখি বাঁ চোখ অপারেশন করা হয়েছে। বিষয়টি চিকিৎসককে জানালে তিনি উত্তর দেননি।

১০ দিন পর হাসপাতালে মায়ের চোখের সেলাই কাটাতে যাই। ওই দিন চিকিৎসক জানান, মায়ের ডান চোখ অপারেশন করতে হবে। ভুল চিকিৎসার বিষয়ে প্রতিবাদ করলে বিনা পয়সায় মায়ের ডান চোখের অপারেশন করে দেন চিকিৎসক।

হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাদিয়া আক্তার বলেন, প্রতিবেদনে ডান চোখেই ব্লক দেখানো হয়েছে। এরপরও চিকিৎসক বাঁ চোখ অপারেশন করেছেন। চিকিৎসক ভুল করেছেন। এখন আমার ওপর দোষ চাপাচ্ছেন। 

জানতে চাইলে ভূঞাপুর চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ফারুক হাসান বলেন, আমি রোগীর ডান চোখে ব্লক নির্ণয় করি এবং অপারেশনের জন্য বলি। কিন্তু ল্যাব টেকনিশিয়ান ভুলবশত ডান চোখের পরিবর্তে বাঁ চোখে ব্লক দেখিয়ে প্রতিবেদন দেন। এ কারণে আমি ডান চোখের পরিবর্তে বাঁ চোখের অপারেশন করে ফেলি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করেছেন। ১৬ মার্চ আমার তত্ত্বাবধানে ওই রোগীর ডান চোখের অপারেশন বিনা পয়সায় করে দেয়া হয়েছে।

ভূঞাপুর চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ভুলবশত ডান চোখের পরিবর্তে বাঁ চোখ অপারেশন করা হয়েছিল। পরে পরিবারের সঙ্গে কথা বলে রোগীর ডান চোখ অপারেশন করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহবুদ্দিন খান বলেন, এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password