হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে লকডাউনে

হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে লকডাউনে
MostPlay

করোনাভাইরাস ঠেকাতে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে হোটেল রেস্তোরাঁর নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।

এর আগে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের লকডাউন ঘোষণার প্রজ্ঞাপনেও বলা হয়েছিল, এই সময়ে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে, পার্সেল করতে পারবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password