করোনার মাঝে ৩০০ পরিবারে ইফতার সামগ্রী পৌছে দিলেন হিরো আলম

করোনার মাঝে ৩০০ পরিবারে ইফতার সামগ্রী পৌছে দিলেন হিরো আলম
MostPlay

মিউজিক ভিডিওর মডেল থেকে শুরু করে সর্বশেষ গায়ক হিসেবে আত্মপ্রকাশ করা আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমকে বিভিন্ন সময় সমাজের দুস্থ, অসহায় মানুষের পাশে দেখা গেছে। গত বছর লকডাউন শুরু হলে প্রায় ৫০০ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হিরো আলম।

এই রোজার মধ্যেও মানবতার সেবায় দেখা গেল তাকে। করোনাকালীন এই দুঃসময়ে বিপাকে পড়া পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন বহুল আলোচিত সমালোচিত হিরো আলম। নিজ জেলা বগুড়ার ঘুড়ে ঘুড়ে এখন পর্যন্ত ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন তিনি। ইফতার সামগ্রীর মধ্যে মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “খুব বেশি কিছু করতে পারিনি। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন”।

মন্তব্যসমূহ (০)


Lost Password